আজকাল ওয়েবডেস্ক: মহেশতলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল কিশোরের। গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর। তার দুটি হাতই উড়ে গিয়েছে বলে খবর। আপাতত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশতলা চন্দননগর বজবজ ট্রাঙ্ক রোড দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল দুই কিশোর। ২৪৭ নম্বর পিলারের কাছ দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার ধাক্কা মারে বাইকটিকে।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান। এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এমনকি মৃতদেহ তুলতেও বাধা দেওয়া হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী এবং ব়্যাফ।