আজকাল ওয়েবডেস্ক:‌ আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্‌ধের জেরে জেলায় জেলায় শুরু হয়েছে রেল অবরোধ। শনিবার সকাল থেকেই আসানসোল রেলওয়ে ডিভিশনের কালীপাহাড়ি স্টেশনে লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। তার জেরে সকাল থেকেই ওই ডিভিশনে থমকে যায় ট্রেন চলাচল। যদিও অবরোধ উঠলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। অন্যদিকে বন্‌ধ কর্মসূচির অঙ্গ হিসাবে পুরুলিয়ার কাঁটাডি স্টেশন, মালদার আদিনা স্টেশনেও রেল অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। যার জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। শনিবার সকাল ৬টা ৫০ থেকে রেল অবরোধ শুরু হয়। চলে ৭টা ৩৫ পর্যন্ত। ওই সময়ের মধ্যেই কালীপাহাড়ি স্টেশনের আগে পরে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে।
পুরুলিয়ায় রেল অবরোধের জেরে দাঁড়িয়ে যায় রাঁচি–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। প্রসঙ্গত, আদিবাসীদের মধ্যে সারনা ধর্ম যাঁরা মানেন, তাঁরা পৃথক সারনা ধর্মের কোড চালু করার দাবিতে আন্দোলনে নেমেছেন। এর আগেও এই ইস্যুতে একাধিকবার আন্দোলন হয়েছে। কিন্তু আদিবাসীদের বক্তব্য, তাদের সেই দাবি পূরণ হয়নি। এদিকে রেল অবরোধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। নিম্ন অসমে রেল অবরোধের জেরে বাংলা–অসম সীমানা এলাকার বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ট্রেন। বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেস থমকে রয়েছে জোড়াই স্টেশনে। অসমের শ্রীরামপুর স্টেশনে আটকে পড়েছে গুয়াহাটিগামী অসম এক্সপ্রেস। গোসাঁইগাও স্টেশনে থমকে আছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও। সমস্যায় যাত্রীরা। জানা গেছে, ১২ ঘণ্টার ভারত বন্‌ধের ডাক দেওয়া হয়েছে।