আজকাল ওয়েবডেস্ক:‌ হুগলিতে কিশোরীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, রাত সোয়া আটটা নাগাদ তাদের কাছে খবর আসে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত ৮ নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীত দিকে এক কিশোরী (বয়স ১৫ বছর) অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে পাঠায়। ১৫ বছরের কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। 

 

 

 


পুলিশ সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসার সময়ে কিশোরী জানিয়েছে, শুক্রবার স্কুল শেষের পর গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সে। বাড়ি ফেরার পথে এক দল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি সাদা রঙের চার চাকার গাড়িতে জোর করে তুলে নিয়ে যায় কিশোরীকে। কিশোরীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বেশ কিছুক্ষণ পর চার অজ্ঞাতপরিচয় যুবক কিশোরীকে সিঙ্গুর স্টেশনে নামিয়ে দেয়। কিশোরীকে হরিপাল স্টেশনে ট্রেন থেকে নেমে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে বলে। তাদের নির্দেশে কিশোরী ট্রেন থেকে নেমে হরিপাল বাজার দিয়ে হাঁটতে শুরু করে। তখন সে বুঝতে পারে এক দুষ্কৃতী তাঁর পিছু নিয়েছে। এরপর ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী কিশোরীকে হরিপাল থানার অন্তর্গত ১৮ নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়। এরপর ওই কিশোরীকে মারতে শুরু করে। কিশোরীর কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতী গাড়িতে পালায়। গোটা ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হয়েছে।