আজকাল ওয়েবডেস্ক: কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর এলাকা।
রবিবার সকালে সমবায় নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় বেশ কয়েকজন ভোটারকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
ভোটারদেরকে মারধর করা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২-৩ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন রয়েছে ৪৩ টি। গত নির্বাচনে ওই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস ৭ টি ,কংগ্রেস ১৪ টি এবং বাকি আসনগুলিতে বাম প্রার্থীরা নির্বাচিত হয়েছিল। এবছর বাম এবং কংগ্রেস প্রার্থীরা জোট করে নির্বাচনে লড়ছে। অন্যদিকে ৪৩ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই সমবায় সমিতিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১১০০ জন। এই নির্বাচনে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, সকাল ১১ টা থেকে নিশীথ বরণী সিনহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে যখন নথিভুক্ত ভোটাররা ভোট দান কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময়ে হটাৎই বহিরাগত কিছু দুষ্কৃতী এসে ভোটারদেরকে ব্যাপক মারধর করা শুরু করে। এরপরই ওই এলাকায় পৌঁছে যান বাম-কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বরা।
তবে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত থাকায় বড় কোনও অপ্রীতকর ঘটনা ঘটেনি। দুষ্কৃতীরা সমবায় সমিতির আশেপাশে থাকা কিছু জিনিস এবং চেয়ার-টেবিল ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করা শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত কিছু পুলিশ কর্মীর কাছ থেকে দুষ্কৃতীরা লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ অশান্তি সৃষ্টিকারীদের লাঠিচার্জ করে এলাকা ছাড়া করে দেয়।
এরপর থেকে ওই সমবায় সমিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। রবিবার সন্ধ্যে নাগাদ ওই সমবায় সমিতির নির্বাচনের ফল প্রকাশ হবে।
