আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় খাবার পরিবেশন নিয়ে বচসার জেরে হেনস্থার শিকার হলেন জলপাইগুড়ির এক দম্পতি। পেশায় শিক্ষক ও মালবাজারেরর সত্যনারায়ণ মোড়ের বাসিন্দা প্রদ্যুম্ন দাশগুপ্ত শুক্রবার যখন স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খাবারের দোকানে যান তখন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে, এদিন ওই রেস্তোরাঁয় শিক্ষক তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে খেতে যান।

 

 

খাবারের অর্ডার দেওয়ার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও খাবার না পাওয়ায় তিনি রেস্তোরাঁ মালিককে দেরির কারণ জিজ্ঞাসা করেন। এরপর এককথা দুকথা থেকে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, তর্কাতর্কি চরমে পৌঁছলে রেস্তোরাঁর মালিক বৈজুনাথ পণ্ডিতের পুত্র সূরজ পণ্ডিত ও উপস্থিত তাঁর পরিবারের কয়েকজন ওই শিক্ষক ও তাঁর স্ত্রীর প্রতি অকথ্য ভাষা প্রয়োগ করে।  শিক্ষকের অভিযোগ, এরপর প্রতিবাদ করে উঠলে আচমকাই তাঁকে আক্রমণ করা হয়। অভিযোগ, একের পর এক ঘুষি মারা হয়। মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়।

 

এমনকি, তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। স্থানীয়রা তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা করা হয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন প্রদ্যুম্ন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দোকান মালিককে গ্রেপ্তার করে এবং সেইসঙ্গে তদন্ত শুরু করে। দোকানের কর্মচারী ও আশেপাশের লোকের সঙ্গে কথা বলা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র জানায়।