অরিন্দম মুখার্জি :  রাজ্যের পরিস্থিতি উত্তাল আরজিকর কান্ড নিয়ে।  ঠিক সেই মুহূর্তে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এক অভিনব উদ্যোগ নিয়ে বজবজ টার্মিনালে হাজির হলেন।  তারা সরকারের পক্ষ থেকে যারা গাড়ি চালায় ড্রাইভার,খালাসী তাঁদের কথা মাথায় রেখে চিন্তা করে তারা তাঁদের জীবন বীমা শংসাপত্র  প্রদান করে।

 

 সরকার পক্ষ থেকে প্রত্যেক লরির ড্রাইভার খালাসী হেলপার যারা এই পেট্রোল বহন করে নিয়ে যায় এক শহর থেকে অন্য শহর। এক রাজ্য থেকে এক রাজ্য এক দেশ থেকে অন্য দেশে।  সেই সব মাথায় রেখেই তারা তাদের জীবন বীমা শংসাপত্র প্রদান করে। 

 

 এই  তত্ত্ব প্রদানের উপস্থিত ছিলেন বজবজ পুরসভার চেয়ারম্যান  গৌতম দাসগুপ্ত।  তিনি বলেন, এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।  হিন্দুস্তান পেট্রোলের পক্ষে এই উদ্যোগ অনেক ভাল। আগামীদিনে আরও বড় উদ্যোগ নেওয়া হবে।