আজকাল ওয়েবডেস্ক: বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট মা এবং সন্তান। মর্মান্তিক এই সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার যশোর রোডের উপর বিএসএফ ক্যাম্প মোড়ে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটি দুর্ঘটনা ঘটায়।

চাপা পড়েন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই মহিলা এবং তাঁর ৬ বছরের ছেলে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ক্রেনের সাহায্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।