আজকাল ওয়েবডেস্ক: রিষড়া ওয়েলিংটন জুট মিলে ভয়াবহ আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ওয়েলিংটন জুট মিলের চাঁপদানী ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিটের স্পিনিং বিভাগে হঠাৎ আগুন লাগে। কাঁচা পাট থেকে তৈরি সুতোর বড় বড় গোলা রাখা ছিল প্রোডাকশনের পর। তাতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে। দাউ দাউ করে আগুন জ্বলতে গোটা ঘর। আশেপাশে আরও দাহ্য পদার্থ থাকায় খবর দেওয়া হয় দমকল, পুলিশে।

 

 

তড়িঘড়ি শ্রীরামপুর থেকে দমকল পৌঁছায় ঘটনাস্থলে। পৌঁছয় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছেন দমকল আধিকারীকরা। জুটমিলের এক শ্রমিক মহম্মদ হুসেন বলেন, '১২০০ শ্রমিক কাজ করেন ওই জুট মিলে। যেখানে আগুন লেগেছে সেখানে ৪০০ জন কাজ করে। এত বড় জুট মিলে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পর্যন্ত নেই।'

 

 

বৃহস্পতিবার মিল বন্ধ ছিল। তা সত্ত্বেও কীভাবে আগুন লাগল সেটা জানা যায়নি। জানা গিয়েছে, সেলাই বিভাগের পাশে প্রথম আগুন লাগে। তবে কোনও মেশিন ক্ষতিগ্রস্ত হয়নি। পাট থেকে তৈরি করে রাখার সুতোর গোলা আগুনে পুড়ে গিয়েছে। হাওড়ার ডিভিশনাল ফায়ার অফিসার হুগলির অতিরিক্ত দায়িত্বে থাকা রঞ্জন ঘোষ বলেন, 'আগুন নিয়ন্ত্রণে আছে। দমকলের ছ'টি ইঞ্জিন কাজ করছে। মিলের পাম্প চালিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে। কিছু পকেট ফায়ার রয়েছে তা নেভানোর চেষ্টা চলছে।'