আজকাল ওয়েবডেস্ক: পানিঘাটা যাওয়ার পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। ব্যাপক চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ি এলাকায়। নকশালবাড়ির কদমামোড় সংলগ্ন পানিঘাটা–বাগডোগরা রাজ্য সড়কে দু'টি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। প্রাণ হারালেন এক জুনিয়র চিকিৎসক। আহত হয়েছেন আরও চারজন। 

জানা গিয়েছে, গতকাল রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই মহিলা জুনিয়র চিকিৎসক-সহ মোট চারজন চিকিৎসক একটি চার চাকা গাড়িতে করে পানিঘাটার উদ্দেশে রওনা দিয়েছিলেন। একই সময়ে উল্টো দিক থেকে কাজ সেরে শিলিগুড়ির দিকে ফিরছিল আরেকটি চার চাকার গাড়ি। 

কদমামোড় এলাকায় হঠাৎ করেই দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় দু'টি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি ট্রাফিক গার্ড। আহতদের উদ্ধার করে প্রথমে দু’জন জুনিয়র চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়‌। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুরী নামে এক মহিলা জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়। 

বাকি তিনজন আহতকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 

এই মর্মান্তিক ঘটনায় চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত দু'টি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।