আজকাল ওয়েবডেস্ক:‌ বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ার ডুমুরজলার বস্তিতে। জানা গেছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ডুমুরজলার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের একটি বড় আবাসনের পাশে থাকা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে বস্তির ৭০–৮০টি বাড়ি। বস্তির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। বস্তিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে, নিরাপত্তার খাতিরে ড্রেনেজ ক্যানেল রোডে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে অগ্নিকাণ্ডে একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে দমকলের অনুমান। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।