মিল্টন সেন: পরকীয়া সম্পর্কে থাকাকালীন স্বামীর কাছে ফিরে গিয়েছিল প্রেমিকা। মেনে নিতে না পেরে জেলা শাসকের অফিসের সামনে প্রেমিকার গলা কেটে খুন করে প্রেমিক। ২০২০ সালের এই ঘটনায় প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল চুঁচুড়া আদালত। ২০২০ সালের ৮ মে সকাল এগারোটা নাগাদ প্রকাশ্যে হুগলি জেলা শাসক দপ্তরের সামনে ছুরি দিয়ে ছবি দে নামে বছর পঁয়ত্রিশের এক মহিলাকে ছুরি দিয়ে বুকে পেটে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেন অভিযুক্ত সুশান্ত।

মহিলার স্বামী দীপঙ্কর দে বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ চুঁচুড়া অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নির্মিয়মান ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রায় সাড়ে তিন বছর পর সেই মামলার সাজা ঘোষণা হল। সরকারি আইনজীবী জানিয়েছেন, দীপঙ্করের স্ত্রী ছবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর সঙ্গে। এক সময় সে স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে চলে যায়। করোনার সময় আবার সে স্বামীর কাছে ফিরে আসে। সেটা সহ্য করতে না পেরেই এই ঘটনা ঘটায় সুশান্ত।