আজকাল ওয়েবডেস্ক:‌ দলছুট হাতির তাণ্ডবে মৃত এক। জানা গেছে শনিবার সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। খাবারের খোঁজেই হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে বনদপ্তরের অনুমান। প্রথমে দাঁতালটি লোকালয়ে ঢুকে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এরপর অলিগলি দিয়ে যাওয়ার সময় আচমকা হাতিটির সামনে চলে আসেন দিলীপ রায় নামে এক ব্যক্তি। তিনি পেশায় রাজমিস্ত্রি। এরপর পালানোর পথ না পাওয়ায় হাতিটি ধরে ফেলে তাঁকে। বুকের উপর উঠে দাঁড়িয়ে পড়ে দাঁতাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলীপ রায়ের। সামনে থাকা একটি চারচাকা গাড়িতেও হামলা চালায় হাতিটি। দাঁত ঢুকিয়ে শুঁড় দিয়ে তুলে গাড়িটিকে আছাড় মারার চেষ্টা করে হাতিটি। ঘটনায় গাড়িতে থাকা চালক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হয়। বাগডোগরা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।