আজকাল ওয়েবডেস্ক: দলের অন্দরে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন তিনি জ্যোতিপ্রিয়র পাশেই আছেন। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় দলীয় কর্মী সভায় দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন মমতা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ", "বালুকে গ্রেপ্তার করেছে কেন? যাতে দলের কাজ, নির্বাচন করতে না পারে। সেই সুযোগে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে বেরিয়ে পড়েছে রাস্তায়।" 
যদিও ইডির হাতে জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির পর মমতা বুঝিয়েই দিয়েছিলেন তিনি মন্ত্রিসভার তাঁর এই সদস্যের পাশে আছেন। যার প্রমাণ বনমন্ত্রীর পদ থেকে জ্যোতিপ্রিয়কে না সরানো। গ্রেপ্তারির পর উত্তর ২৪ পরগণায় সভা করতে গিয়ে পাশে থাকার বিষয়টিই আরও পরিষ্কার করলেন তিনি। এদিন বিজেপির সমালোচনায় মুখর হন তিনি। তোলেন লোকসভা ও রাজ্যসভা থেকে সাংসদের সাসপেনসনের বিষয়টিও। মমতার কথায়, ভারতে কোনওদিন হয়নি এরকম। যা চলছে তা অত্যাচার, সন্ত্রাস।