মিল্টন সেন, হুগলী: চন্দননগর পুলিশ কমিশনারেটের মাধ্যমে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছল ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চে পৌঁছে সেই শুভেচ্ছা বার্তা ফাদার এন জে জনির হাতে পৌঁছে দিলেন চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। রবিবার সন্ধেয় রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা হাতে পেয়ে খুশি ফাদার জনি। তিনি জানিয়েছেন, তাঁর ভাল লাগছে, রাজ্যের মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন, শুভেচ্ছা পাঠাচ্ছেন। বড়দিনের আগে অর্থাৎ রবিবার মিডনাইট প্রেয়ারে বহু মানুষ উপস্থিত থাকবেন। সকলের সামনে এই শুভেচ্ছা বার্তা তিনি পড়ে শোনাবেন।