আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। এর জেরে ফের নতুন করে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। আইএমডি-র পক্ষ থেকে ইতিমধ্যেই চেন্নাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমান বাড়বে চেন্নাই, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই নিম্নচাপ ফের ঘুর্ণাবর্তে পরিনত হতে পারে।

 

এরফলে ৭ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু তামিলনাড়ু নয়, পদুচেরি, করাইকলে ভারী বৃষ্টি হবে বলেই খবর। পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেই ডানার ঝাপটা গিয়েছে। তারপর যদি নতুন করে ফের ঘুর্ণাবর্ত তৈরি হয় তাহলে ফের এরাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

 

উৎসবের মরশুমে আকাশ পরিষ্কার থাকলেও শীতের আগে এই নতুন ঘুর্ণাবর্ত ফের নতুন করে মাথা চাড়া দিলে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছে আবহবিদরা। এমনিতেই বিশ্ব উষ্ণায়নের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার খামখেলালিপনা চলছে। বৃষ্টি যেন এখন সারা বছরের সঙ্গী। বঙ্গোপসাগরে নিম্নচাপ হলেই তা বড় ঝড়ে পরিনত হওয়ার দিকে চলে যাচ্ছে। এই বিষয়টি যথেষ্ট চিন্তায় ফেলছে আবহবিদদের।

 

ডানার ল্যান্ডফল হয়েছে ওড়িশাতে। তবে এর প্রভাবে প্রায় তিনদিন ধরে ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। প্রতিবার কোনও ঝড় এলে সেটি বাংলাদেশ বা ওড়িশার দিকে চলে যায়। তবে তার প্রভাব থেকে কিছুটা হলেও সমস্যায় পড়ে পশ্চিমবঙ্গ। তাই ফের নতুন করে যদি ঘুর্ণাবর্ত তৈরি হয় তাহলে ফের সমস্যায় পড়তে পারেন পশ্চিমবঙ্গবাসী।