আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের প্রভাব আর নেই। তা সত্বেও সেপ্টেম্বরের শুরু থেকেই দুর্যোগ, দুর্ভোগ চলবে গোটা বাংলায়। বৃষ্টি এবং চড়া রোদে আবারও নাজেহাল হবে বঙ্গবাসী। চলতি সপ্তাহে উত্তর দিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপের ভ্রূকুটি আর নেই। তবে বৃষ্টি থামবে না। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই ভারি বৃষ্টিপাত হবে না। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে গত কয়েকদিন সমুদ্র উত্তাল ছিল। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা সোমবার থেকে তুলে নেওয়া হল। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই।
এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। বাংলার সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। ফলে ফের গলদঘর্ম দশা ফিরতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরবঙ্গের উপরর জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
