আজকাল ওয়েবডেস্ক: ভরা ভাদ্রে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টি থামার লক্ষণ নেই। রবিবাসরীয় সকালেও মেঘলা আকাশ জেলায় জেলায়। বেলা বাড়লেই বদলাবে আবহাওয়া। ফের মুষলধারে বৃষ্টি নামবে জেলায় জেলায়। আজও বাংলার একাধিক জেলায় অতি ভারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় অতি ভারি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবার ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৬ অগাস্টের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় আরও এক ডিগ্রি কম। সোমবারের পর তাপমাত্রার পারদ ফের বাড়বে।
বর্তমানে সমুদ্র উত্তাল থাকবে। রবিবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে। চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে উপরের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।
