আজকাল ওয়েবডেস্ক: কোলাঘাটে দুষ্কৃতীদের গুলিতে মৃত স্বর্ণ ব্যবসায়ী। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া (৩৭)। পাঁশকুড়া থানার উত্তর জিঞাদা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় জিঞাদা বাজার এলাকায় তার সোনার দোকান রয়েছে। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাইক চালিয়ে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়কের ওপর কোলাঘাট থানার দেউলবাড়ে নির্জন এলাকায় তাঁর ওপর আক্রমণ চালায় বাইকে আসা দুষ্কৃতী দল। অভিযোগ, দুটি বাইকে কয়েকজন দুষ্কৃতি এসে ওই স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি চালায়। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্বর্ণ ব্যবসায়ী সমীর। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর থেকে সোনা ও টাকা লুঠ করে চম্পট দেয়। গুলির আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন স্থানীয়রা। তীব্র যানজট হয়। ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
