বলিউডে নতুন ও-স্ক্রিন জুটি মানেই দর্শকের কাছে তাজা উত্তেজনা। নতুন মুখ, নতুন রসায়ন আর তাতেই সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ থাকে না। যেমন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা (সাইয়ারা), লক্ষ্যস ও সাহের বম্বা (দ্য ব্যাডস অফ বলিউড), আদিত্য রায় কাপুর ও সারা আলি খান (মেট্রো ইন দিনও), কিংবা আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা (থামা) প্রত্যেকেই নজর কেড়েছেন নতুন জুটির মিষ্টি ঝলকে।

 

এবার দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আরও এক সম্ভাব্য জুটি - ভিকি কৌশল ও কৃতি স্যানন! যদিও এখনও তাঁরা একসঙ্গে কোনও সিনেমায় কাজ করেননি, নেটিজেনরা ইতিমধ্যেই এই জুটিকে ‘বেস্ট লুকিং পেয়ার’ ঘোষণা করেছেন। আর সেই ইচ্ছেপূরণ ঘটছে এবার কাজল ও টুইঙ্কল খন্নার জনপ্রিয় চ্যাট শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল-এর নতুন পর্ব।

 

 

বৃহস্পতিবার মুক্তি পেতে চলা এই পর্বের  টিজার ইতিমধ্যেই ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, ভিকি মঞ্চে ঢোকার সময় দু’হাত জোড় করে নমস্কার করছেন। টুইঙ্কল মজা করে জিজ্ঞেস করলেন, “তুমি মেয়েদের সঙ্গে এমন ভাবেই দেখা করো?” ভিকির উত্তর, “যুবতী মেয়েদের তো পায়ে পড়ে যাই আমি!” শুনেই রসিকতা করে কৃতি বললেন, “কিন্তু পা ছুঁলে তো ও মার খাবে!” ব্যস! নিমেষে মুহূর্তেই হেসে লুটোপুটি কাজল, টুইঙ্কল আর কৃতি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by MovieMate Media (@moviematemedia)