আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরে আইপিএলের নিলাম। কয়েকদিনের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য মূল্যবান পরামর্শ ম্যাথিউ হেডেনের। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা মনে করেন, ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহারকে ছেড়ে দিয়ে আবার ফিরিয়ে আনা উচিত। সেক্ষেত্রে বেঞ্চের শক্তি বাড়বে মুম্বইয়ের। ১৫ নভেম্বর রিটেনশন তালিকা ঘোষণা করা হবে। পেসারদের মধ্যে দলে আছেন যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, হার্দিক পাণ্ডিয়া, রিস টপলি এবং অশ্বিনি কুমার। এই প্রসঙ্গে হেডেন বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্সের দলের ভারসাম্য ভাল। তবে ওদের কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ট্রেন্ট বোল্ট অনবদ্য। গত মরশুমে ২২ উইকেট নেয়। পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে ওর দাম ১২.৫ কোটি। তাই ম্যানেজমেন্ট ওকে ছেড়ে দিতে পারে। তারপর আরও কম টাকায় আবার কিনতে পারে। এই পদক্ষেপ কিছুটা অর্থ বাঁচাবে। কোর দল এক রেখে কমজোরী জায়গাগুলোয় শক্তি বাড়াতে পারবে।'
হেডেন মনে করেন, মুম্বই দলে প্রতিভার অভাব নেই। তবে ব্যাকআপ প্লেয়ার কম। তাই দু'জন তারকা বোলারকে ছেড়ে দিয়ে আবার কম অর্থে কিনলে ফান্ড বেঁচে যাবে। যা অন্য প্লেয়ার কিনতে সাহায্য করবে। গতবছর ১৬ ম্যাচে ২২ উইকেট নেয় বোল্ট। ১৪ ম্যাচে দীপক চাহারের উইকেট সংখ্যা ১১। রাজস্থান রয়্যালস থেকে আবার মুম্বইয়ে ফেরেন বোল্ট। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নদের দলে আসার আগে দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসে খেলেন চাহার। তবে সম্প্রতি চাহার এবং টপলি একটানা চোটের মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে কোয়ালিটি ব্যাকআপ দরকার মুম্বইয়ের। দু'জনের মধ্যে কেউ চোট পেলে যাতে সমস্যায় না পড়ে। আগের বছর পেসারদের দাপটে কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছয় মুম্বই। কোয়ালিফায়ার টুতে পাঞ্জাব কিংসের কাছে হারে। আগামী আইপিএলে পাঁচ বছরের ট্রফির খরা কাটাতে চাইবে মুম্বই।
