সম্পর্কে বিশ্বাস ও আস্থাই টিকিয়ে রাখে ভালবাসা। কিন্তু সব রাশির মানুষ যে সমানভাবে বিশ্বস্ত হন, তা নয়। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশি এমন আছে, যারা একবার কাউকে ভালবেসে ফেললে শেষ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকেন।
2
9
কয়েকটি রাশির মানুষেরা সম্পর্ককে খেলাচ্ছলে নয়, বরং গভীর দায়িত্ববোধ নিয়ে দেখেন। সেই তালিকাতে কি আপনার সঙ্গীর রাশিও রয়েছে? জেনে নিন ঝটপট
3
9
বৃষ: এই রাশির জাতক-জাতিকারা স্থিরমনা ও বাস্তববাদী। তারা একবার সম্পর্ক শুরু করলে সেটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে চান। সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার করলে সেই বিশ্বাস ভাঙা তাদের কাছে অসম্ভব। স্থিতিশীলতা ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
4
9
কর্কট: গভীর আবেগ আর মমতায় ভরা এই রাশির মানুষরা পরিবারের মতোই সঙ্গীকে আগলে রাখেন। তাদের ভালোবাসা নিঃস্বার্থ, যত্নে মিশে থাকে গভীর স্নেহ। একবার সম্পর্কের প্রতি তারা নিশ্চিন্ত হলে, সারাজীবন তা ধরে রাখার চেষ্টা করেন।
5
9
সিংহ: বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী এই রাশির জাতকরা প্রেমে ভীষণভাবে বিশ্বাস করেন করেন করেন। তাঁরা পুরো মনপ্রাণ দিয়ে ভালবাসেন। সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও সুরক্ষামূলক মনোভাবই তাদের শক্তি। সম্পর্ক ভাঙা বা বিশ্বাসঘাতকতা তারা একদম সহ্য করতে পারেন না।
6
9
বৃশ্চিক: রহস্যময় হলেও এই রাশির মানুষরা অনুভূতিতে গভীর ও নিবেদিত। ভালবাসলে তারা পুরোপুরি মনপ্রাণ উজাড় করে দেন। তাদের কাছে বিশ্বস্ততা মানে আত্মসমর্পণ। তবে একবার প্রতারণা পেলে তারা কখনও ক্ষমা করেন না।
7
9
মকর: দায়িত্বশীল ও পরিণত স্বভাবের কারণে এই রাশির মানুষরা দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী। তারা আবেগ নয়, বাস্তব বুদ্ধি দিয়ে সম্পর্ককে গড়ে তোলেন। স্থায়িত্ব ও বিশ্বাসই তাদের সম্পর্কের ভিত্তি।
8
9
জ্যোতিষীরা বলছেন, এই পাঁচ রাশির মানুষরা ভালবাসাকে এক জীবনব্যাপী অঙ্গীকার হিসেবে দেখেন। তবে মনে রাখতে হবে, রাশি চরিত্রের একটি দিক নির্দেশ করতে পারে, কিন্তু মানুষের আসল বিশ্বস্ততা নির্ভর করে তার ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও মানসিক পরিপক্বতার উপর।
9
9
তবুও যদি আপনি এই রাশিগুলোর কারও সঙ্গী হন, তাহলে বলা যায় আপনার পাশে রয়েছেন সত্যিকারের নিবেদিত একজন প্রেমিক বা প্রেমিকা।