আজকাল ওয়েবডেস্ক: ভোরে কুয়াশাচ্ছন্ন গোটা বাংলা। কয়েক ঘণ্টা পর্যন্ত হালকা শিরশিরানিও অনুভূত হচ্ছে জেলায় জেলায়। আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। ছটপুজোয় বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ভোরে কুয়াশা এবং হালকা শিরশিরানি অনুভূত হবে। এমনকী উত্তরবঙ্গেও আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারি বৃষ্টি আপাতত হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। ক্রমশ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার অভিমুখ শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। এর প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে বাংলায় এর কোনও প্রভাব পড়বে না।
