আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। হাওয়া অফিস জানিয়েই দিয়েছে উত্তরে প্রবেশ করলেও দক্ষিণে বর্ষা প্রবেশ করতে ঢের দেরি।
শুক্রবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে ভ্যাপসা গরম কমবে না। হাওয়া অফিস জানিয়েছে জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু থমকে থাকায় দক্ষিণে এখনই বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই।
আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে বর্ষা নামার সময় ১০ থেকে ১২ জুন। তবে উত্তরে সময়ের আগেই বর্ষা ঢুকে গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শুক্রবার থেকে ফের চড়বে পারদ। গরম ও অস্বস্তি বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি চলবে। যদিও শুক্রবারের পর তা কমার সম্ভাবনা।
হাওয়া অফিসের কথায়, শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দক্ষিণে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি–এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বুধবার থেকে অবশ্য কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।
