বাংলার অন্যতম জনপ্রিয় চ্যানেল আকাশ আট-এর ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ৮ নতুন বছরে দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছে একঝাঁক নতুন চমক। ২০২৬-এ বিনোদন দিতে প্রস্তুত সাতটি নতুন ওয়েব সিরিজ। মঙ্গলবার নন্দনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বহু প্রতীক্ষিত ঘোষণার সাক্ষী থাকলেন টলিপাড়ার একাধিক খ্যাতনামা অভিনেতা, পরিচালক ও শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম ৮ ও আকাশ আট-এর ডিরেক্টর প্রিয়াঙ্কা বার্ডিয়া। যিনি জানান, গল্প, অভিনয় এবং নির্মাণের গুণমানকে গুরুত্ব দিয়েই এই নতুন অধ্যায়ের সূচনা।
এই তারকাখচিত সন্ধ্যায় প্রকাশ্যে আসে আসন্ন চারটি ওয়েব সিরিজ—‘ইচ্ছেপূরণ’, ‘খানিকটা প্রেমের মতো’, ‘নিশীথ সেন’ ও ‘স্বর্গরথ সরগরম’-এর ট্রেলার ও পোস্টার। প্রতিটি সিরিজের গল্প যে আলাদা ঘরানার ও কনটেন্ট-নির্ভর, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে এই ঝলকেই। পাশাপাশি ঘোষণা করা হয় আরও তিনটি নতুন প্রজেক্ট—‘মোরালি’, ‘পাতাল ঝড়’ ও ‘আমার’, যেগুলিও অভিনব গল্প এবং শক্তিশালী কাস্ট নিয়ে আসছে।
‘নিশীথ সেন’ একটি ভৌতিক ও প্যারানরমাল থ্রিলার, যেখানে এক সাহসী পুলিশ অফিসার ইন্দ্র ও তাঁর পরিবারের জীবনে নেমে আসে অজানা আতঙ্ক। ছোট মেয়ে বৃষ্টির অদ্ভুত স্বপ্ন এবং রহস্যময় চরিত্র নিশীথ সেনের উপস্থিতি গল্পে টানটান উত্তেজনা তৈরি করবে। সিরিজটি পরিচালনা করেছেন সুশোভন দাস। অভিনয়ে রয়েছেন ফাহিম মির্জা, অঙ্কিতা মাজি, বিয়াস ধর, সুমিত কুণ্ডু, সৌরভ সাহা এবং শাঁওলি চট্টোপাধ্যায়।
রোমান্টিক ঘরানার ‘খানিকটা প্রেমের মতো’ এক আধুনিক প্রেমকাহিনি। যেখানে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে দুই অচেনা মানুষের মধ্যে তৈরি হয় নতুন অনুভূতি। পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। অভিনয়ে রাহুল দেব বোস, মেঘা চৌধুরী, আভেরি সিংহা রায় ও দুর্বার শর্মা, ঋষভ চক্রবর্তী, মৌপিয়া গোস্বামী।
অন্য দিকে, ‘ইচ্ছেপূরণ’ তুলে ধরবে ভাগ্য, লোভ ও নৈতিকতার দ্বন্দ্ব। এক সাধারণ জীবনবিমা এজেন্টের হাতে হঠাৎ ধরা পড়ে রহস্যময় এক পাথর, যা সাফল্য দিলেও নিয়ে আসে অশুভ পরিণতি। পরিচালনায় হরনাথ চক্রবর্তী। অভিনয়ে দেবরাজ ভট্টাচার্য, ঈশানী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত-সহ একাধিক পরিচিত মুখ।
‘স্বর্গরথ সরগরম’ এক মানবিক সামাজিক গল্প, যেখানে পরিবারের দায়িত্ব নিতে গিয়ে এক মধ্যবয়সি মানুষের জীবন অপ্রত্যাশিত পথে মোড় নেয়। কুসংস্কার ও সামাজিক বাধা পেরিয়ে বিশ্বাস ও সততার জোরে পরিবর্তনের গল্প বলবে এই সিরিজ। পরিচালনা করেছেন অরিজিৎ টোটন চক্রবর্তী। অভিনয়ে লোকনাথ দে, প্রদীপ ধর, তরঙ্গ সরকার-সহ আরও অনেকে।
২০২৬ সালের ২ জানুয়ারি মুক্তি পাবে রহস্যে ভরা ‘নিশীথ সেন’, আর ভালবাসা দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দর্শকদের জন্য স্ট্রিম হবে ‘খানিকটা প্রেমের মতো’। বাকি সিরিজগুলিও সময় মতো মুক্তি পাবে প্ল্যাটফর্ম ৮-এ।
উল্লেখ্য, আকাশ আট-এর উদ্যোগে তৈরি প্ল্যাটফর্ম ৮ ইতিমধ্যেই বাংলার দর্শকদের কাছে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। পাঁচ হাজার ঘণ্টারও বেশি অন-ডিমান্ড কনটেন্টে ভরপুর এই প্ল্যাটফর্মে রয়েছে ক্লাসিক ও সুপারহিট ছবি, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, মিউজিক শো, ক্রাইম শো ও জনপ্রিয় ধারাবাহিক।
