আজকাল ওয়েবডেস্ক: শীতের স্পেল জারি বাংলা জুড়ে। নভেম্বরের শেষ সপ্তাহে পারদ পতন অব্যাহত। ভোরবেলা অধিকাংশ জেলাই কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়লে যদিও কুয়াশা সরে রোদের দেখা মিলছে। তাতে যদিও কোনও অস্বস্তি নেই। আপাতত মনোরম আবহাওয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর কতটা প্রভাব পড়বে বাংলায়? 

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত  শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার এই নিম্নচাপের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় ঝড়বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবারেই শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমেছে। যা এই মরশুমের সবচেয়ে কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

পারদ পতনের পাশাপাশি কুয়াশার সতর্কতা রয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় সকালবেলায় কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে সোমবার সকালে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে।