আজকাল ওয়েবডেস্ক: ধূসর মেঘ সরে পরিষ্কার আকাশ। আশ্বিনের শারদ প্রাতে পুজো পুজো গন্ধ। ততটাই ভ্যাপসা গরম। সকাল থেকে চড়া রোদ। গত দিন কয়েক স্বস্তির আবহাওয়া ছিল। টানা বৃষ্টিতে কমেছিল তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতে ফিরল গলদঘর্ম দশা। এই পরিস্থিতিতে গোটা বাংলাতই আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে তাতে খুব একটা স্বস্তি ফিরবে না। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মহালয়ায় কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারি বৃষ্টি হবে না। 

 

আজ, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আজ জলীয় বাষ্পের আধিক্যের কারণে শহরে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। 

 

অন্যদিকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি। বর্তমানে উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরেই গত কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়।