আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর দাপটে বাংলায় শীতের স্পেল উধাও। একধাক্কায় বেড়েছে তাপমাত্রা। বৃষ্টির জেরে মনোরম আবহাওয়া থাকলেও, ডিসেম্বরের শুরুতে ভরপুর ঠান্ডার আমেজ নেই। মেঘলা আকাশ, বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। গতকালের মতো আজ, রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কোন কোন জেলা ভিজবে?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর জেরে গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রা বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন অর্থাৎ ৬ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রায় বড় হেরফের হবে না। সব জেলাতেই দু’-এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি কুয়াশার দাপট জারি থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। তবে কোথাও সতর্কতা জারি হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ফের নামবে। তখন আবারও শীতের নতুন স্পেল শুরু হবে।
