আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবারও তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, চড়া রোদে নাজেহাল দশা হয়েছিল দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের শুরুতেই আবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। নামবে তাপমাত্রার পারদ। প্রবল বৃষ্টিতে ফের বাড়তে পারে দুর্ভোগ। 

 

মৌসম ভবন সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দাপটে সোমবার, ৯ সেপ্টেম্বর থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে সোমবার নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আবারও উত্তাল থাকবে সমুদ্র। রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত মৎস্যজীবীদের সাগর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জল জমে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 

 

রবিবার ও সোমবার ভারি থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই দুইদিন রাজস্থানেও তুমুল বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশেও ভারি বৃষ্টিপাতের জেরে হড়পা বান, ধসের আশঙ্কা রয়েছে।