আজকাল ওয়েবডেস্ক: জুনের শুরুতেও বৃষ্টির থেকে রেহাই নেই। তাপমাত্রার পারদ চড়লেও, চলতি সপ্তাহেও বাংলার জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে। খানিকক্ষণেই জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। রইল আবহাওয়ার বিরাট আপডেট।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর দু' থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সন্ধ্যায় হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে তীব্র গরম অনুভূত হবে।
বুধবার মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। তীব্র গরম অনুভূত হবে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায়।
আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
