আজকাল ওয়েবডেস্ক: নিপা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসা সংখ্যাটা ৪৮ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮২ জন। জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা চিফ মেডিক্যাল অফিসার অফ হেল্থ (সিএমওএইচ) ডাঃ জয়রাম হেমব্রম।
বুধবার তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের 'কন্টাক্ট ট্রেসিং' করে 'লাইন লিস্ট'টা তৈরি করা হয়েছিল সেটা আজকে আরও বেড়েছে। সব মিলিয়ে এই পর্যন্ত সংখ্যাটা যা জানা যাচ্ছে সেটা হল ৮২। যার অর্থ এঁরা রোগীর সংস্পর্শে বা হাসপাতালে ছিলেন। তাঁদের মধ্যে ২জনের সিম্পটম বা লক্ষন দেখা দিয়েছিল।"
তিনি বলেন, "এঁদের মধ্যে একজন হাউস স্টাফ।দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি। বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানেই ভর্তি আছেন। আজকে ভালো আছেন। এছাড়া যে নার্সিং স্টাফের একটু সিম্পটম দেখা দিয়েছিল সেও এখন ভালো আছেন। এঁরা রোগীকে পরিষেবা দেওয়ার সময় 'এক্সপোজড' হয়েছেন। যার অর্থ 'ক্লোজ কন্টাক্ট'-এ ছিলেন।" পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানায়, ওই নার্সিং স্টাফকে তাঁর বাড়িতে কোয়ারেন্টিন-এ রাখা হয়েছে এবং আপাতত তিনি ভালো আছেন।
এর পাশাপাশি তিনি বলেন, "আমাদের এখানে যারা ক্লোজ কনটাক্টে ছিলেন যেমন অ্যাম্বুল্যান্সে বা চিকিৎসার সময় তাঁদের একটা তালিকা তৈরি করে স্যাম্পেল টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছি। কালকে ১৪ টা গিয়েছিল আজকে ২০-২২ যাবার কথা বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে।" এর পাশাপাশি কাটোয়ায় একটি টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, "বুধবার আমাদের চার থেকে পাঁচটা টিম গেছে কাটোয়া থেকে স্যাম্পেল কালেকশন করার জন্য।"
