আজকাল ওয়েবডেস্ক: চেনা ছন্দে বর্ষা। একটানা বৃষ্টির কবলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্যোগের ঘনঘটা। দক্ষিণবঙ্গের ১১ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ, শনিবার, উল্টোরথের দিনেও বৃষ্টির থেকে রেহাই নেই। 

 

নিম্নচাপ সরলেও বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই অবিরাম বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার দুপুরে আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তিন জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে। 

 

আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। 

 

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটানা। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে।