আজকাল ওয়েবডেস্ক: দিনে ভ্যাপসা গরম। রাতে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর বৃষ্টি। গভীর রাতেও দুর্যোগের ঘনঘটা কলকাতা সহ জেলায় জেলায়। বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে কি আবহাওয়ার বদল হবে? ভ্যাপসা গরম সরে তুমুল বৃষ্টিতে ফিরবে স্বস্তি? রইল হাওয়া অফিসের বিরাট আপডেট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরের দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাকি সব জেলায় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও আজ ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়লেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টিতে ভোগান্তি বাড়বে।
