আজকাল ওয়েবডেস্ক: জুটমিলে কাজ চলাকালীন ভেঙে পড়ল ছাদ ও পাঁচিল। চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত নীতিন সর্দার (২১) বলে পুলিশের একটি সূত্র জানায়। তাঁর বাড়ি বাঁকুড়ায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুরির হনুমান জুটমিলে। হাওড়ার (সদর) পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, এদিন সকালে এই দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
এই জুটমিলটি হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী জানান, জুটমিলটি বহু পুরনো। এদিন সকালে সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের।
জুটমিলটি পুরনো হলেও অভিযোগ, কর্তৃপক্ষের তরফে সেভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝেই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ত। ফলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই আশঙ্কায় সবসময়ই ছিলেন মিলে কর্মরত শ্রমিকরা। এদিন সকালে সেই আশঙ্কাই সত্যি হল।
মিলের একজন কর্মচারী জানান, শুক্রবার সকালের শিফটে কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ ও পাঁচিলের কিছু অংশ। ভাঙা অংশের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে দেয়। চাপা পড়া অন্য শ্রমিকদের জীবন্ত উদ্ধার করা গেলেও নীতিনকে মৃত অবস্থায় ধ্বংসস্তুপের নিচ থেকে বের করা হয়। জানা গিয়েছে মাথায় চাঙর পড়ার আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
এই জুটমিলটি হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী জানান, জুটমিলটি বহু পুরনো। এদিন সকালে সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের।
জুটমিলটি পুরনো হলেও অভিযোগ, কর্তৃপক্ষের তরফে সেভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝেই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ত। ফলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই আশঙ্কায় সবসময়ই ছিলেন মিলে কর্মরত শ্রমিকরা। এদিন সকালে সেই আশঙ্কাই সত্যি হল।
মিলের একজন কর্মচারী জানান, শুক্রবার সকালের শিফটে কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ ও পাঁচিলের কিছু অংশ। ভাঙা অংশের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে দেয়। চাপা পড়া অন্য শ্রমিকদের জীবন্ত উদ্ধার করা গেলেও নীতিনকে মৃত অবস্থায় ধ্বংসস্তুপের নিচ থেকে বের করা হয়। জানা গিয়েছে মাথায় চাঙর পড়ার আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
