আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নামকরণ হোক। মঙ্গলবার দিঘা রওনা দেবার আগে ডুমুরজলায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি হাওড়ার জেলাশাসককে এই নির্দেশ দেন।
বাংলার ফুটবল কিংবদন্তী শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণ হবে শুনেই উচ্ছ্বসিত হাওড়ার মানুষজন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই রাস্তার নাম বদল নিয়ে বৈঠকে বসেন জেলাশাসক ও হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। ছিলেন হাওড়া পুর কমিশনার।
সেই সঙ্গে নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ড্রেনেজ ক্যানেল রোড পরিদর্শনে আসেন হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া ও হাওড়া পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠি।
এদিন কপ্টারে ওঠার আগে জেলাশাসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী বলেন, আমি এই ড্রেনেজ ক্যানেল রোডের নাম শৈলেন মান্নার নামে করার কথা বললাম। যদি হাওড়ায় কোনও রাস্তার নাম ওঁর নামে না থাকে। সেই সঙ্গে ওই রাস্তার পাশে সৌন্দর্যায়নের কথাও বলেছি। দোকান করে সাজিয়ে গুছিয়ে করার কথাও বলেছি।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, আমাদের কাছে গর্বের বিষয়। বাংলার এই ফুটবল কিংবদন্তীকে স্মরণ করে রাস্তার নামকরণ করছেন মুখ্যমন্ত্রী। দ্রুত বিষয়টি নিয়ে সমস্তরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
