লিওনেল মেসির ভারত সফর নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা দেশ। তাঁর তিনদিনের সফরের আজ দ্বিতীয় দিন। এদিন তিনি মুম্বইয়ে একাধিক ইভেন্টে যোগ দিয়েছেন। বর্তমানে রয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই তাঁর সঙ্গে দুই ছেলেকে নিয়ে দেখা করলেন করিনা কাপুর খান। 

মেসির কলকাতা সফরে টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করে ফুটবলের রাজপুত্রর সঙ্গে দেখা করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিজ্ঞতা জানিয়ে পোস্ট করতেই পড়েন তীব্র কটাক্ষের মুখে। দিন ঘুরতে না ঘুরতেই প্রায় একই রকম ছবি ধরা পড়ল মুম্বইয়ে। দুই ছেলে, তৈমুর আলি খান এবং জেহ ওরফে জাহাঙ্গির আলি খানকে নিয়ে লিওনেল মেসির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে এসেছিলেন করিনা কাপুর খান। ছবি তোলেন মেসি, লুই সুয়ারেজ, রডরিগো ডি'পলের সঙ্গে। অভিনেত্রীকে ফুটবল তারকার সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় এদিন। 

করিনা কাপুর খান নিজেও সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ইভেন্টে যাওয়ার। সেখানে দেখা যাচ্ছে দুই ছেলের হাত ধরে তিনি হাঁটছেন তিনজনেই পিছন ফিরে রয়েছেন। তৈমুর পরে রয়েছে মেসির নাম লেখা আর্জেন্টিনার ফুটবল জার্সি। অন্যদিকে জেহর পরনে ১০ লেখা জার্সি। অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি স্যুট, মিডি স্কার্টে দেখা যায়। মুম্বই ইভেন্টে মেসিকে কলকাতার মতোই ইনফরমাল লুকে দেখা গেল, সাদা টিশার্ট এবং ট্র্যাক প্যান্ট পরেছিলেন তিনি। বলিউড তারকারা সঙ্গে মেসির দেখা হওয়ার এই ছবি বর্তমানে ইনস্টাগ্রামে ভাইরাল। 

জানা গিয়েছে, মুম্বইয়ের এই ইভেন্টে বলিউড তারকাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন মেসি, সুয়ারেজ, ডি'পল। অনুষ্ঠানে হাজির থাকবেন টাইগার শ্রফ, জন আব্রাহাম, সচিন তেন্ডুলকর, প্রমুখ। 

প্রসঙ্গত, মেসির তিনদিনের ভারত সফর শুরু হয়েছে ১৩ ডিসেম্বর। ১২ ডিসেম্বর মধ্যরাতে তিনি শহরে আসেন। পরদিন, শনিবার হোটেলে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করেন লেকটাউনে নবনির্মিত তাঁর ৭০ ফুটের মূর্তি। সেই অনুষ্ঠানেই মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান এবং তাঁর ছোট ছেলে আব্রাম। তাঁদের সেই ছবি ভাইরাল হয়েছে। এরপর তিনি যুবভারতী স্টেডিয়ামে আসার মিনিট ২০-র মধ্যেই বিশৃংখলা তৈরি হয়। ক্ষুব্ধ জনতা তাঁকে দেখতে না পেয়ে জলের বোতল, চেয়ার ছুঁড়তে থাকে। তড়িঘড়ি খেলোয়াড়কে বের করে নিয়ে যাওয়া হয়। এদিনই তিনি উড়ে যান হায়দরাবাদ। যোগ দেন একাধিক অনুষ্ঠানে। রবিবার মুম্বইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সোমবার যাবেন দিল্লি। সেখান থেকে ফিরে যাবেন বার্সেলোনায়।