আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্রপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে জগদীপোতায়। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না। জানা গিয়েছে, বাড়ির মালিক শম্ভু নস্কর তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে এদিন সকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার ফলে দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। গোটা বাড়িতে আগুন ধরে যায়। দমকলের দুটি ইঞ্জিনের আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ তদন্ত করছে।
এদিন দুপুরে আচমকা এই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হতচকিত হয়ে পড়েন বাড়ির আশেপাশের বাসিন্দারা। প্রতিবেশী পুতুল পাত্র জানিয়েছেন, ঘটনার সময় তিনি ছাদে ছিলেন। চেঁচামেচি শুনে নিচে এসে দেখেন শম্ভুর বাড়িতে আগুন লেগেছে। এরপরেই সিলিন্ডার ব্লাস্ট করে। যার অভিঘাতে পাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। সকলে মিলে জল ঢেলে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে আসে দমকল ও পুলিশ।