আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলায় মৃত্যু এক মৎস্যজীবীর। জানা গেছে বৃহস্পতিবার তিন জন মৎস্যজীবী নয়াবাঁকি জঙ্গলে কাঁকড়া ধরছিল। আচমকাই বাঘ হামলা চালায়। প্রদীপ সর্দার নামে এক মৎস্যজীবীকে আক্রমণ করে বাঘটি। টেনে নিয়ে যায় জঙ্গলে। বাকিরা রীতিমতো ‘যুদ্ধ’ করে সঙ্গীকে বাঘের হামলা থেকে রক্ষা করলেও প্রাণে বাঁচাতে পারেনি। জানা গেছে মৃতের বাড়ি কুলতলির কাঁটামারিতে।
প্রসঙ্গত, কাঁকড়া ধরতে গিয়ে এর আগেও একাধিক মৎস্যজীবী বাঘের হামলায় মারা গেছে। সেই ঘটনার ফের পুনরাবৃত্তি ঘটল।
প্রসঙ্গত, কাঁকড়া ধরতে গিয়ে এর আগেও একাধিক মৎস্যজীবী বাঘের হামলায় মারা গেছে। সেই ঘটনার ফের পুনরাবৃত্তি ঘটল।
