অতীশ সেন, ডুয়ার্স: স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে গাছের মগডালে উঠে পড়ল চিতাবাঘ। দীর্ঘ সময় বসে রইল সেখানেই। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানাবড়ি চা বাগানে। 

 

সোমবার সকালে চা শ্রমিকরা বাগানের সিএম ১৪ নম্বর সেকশানে কাঁচা চা পাতা তোলার কাজ করছিলেন। হঠাৎ তাঁদের নজরে আসে চা বাগানের নালার মধ্যে একটি চিতাবাঘ ঘাপটি মেরে আছে। চিতাবাঘ দেখে শ্রমিকরা আতঙ্কে চিৎকার শুরু করেন। শ্রমিকদের সমবেত চিৎকারে এবং তাড়া খেয়ে চিতাবাঘটি গাছের মগডালে উঠে পড়ে। শ্রমিকদের দেখে গাছের উপর থেকেই গর্জন করতে থাকে সে। এই দৃশ্য দেখতে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ শাখার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা চিতাবাঘের অবস্থান পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে ভিড় জমানো মানুষদের সেখান থেকে সড়ানোর চেষ্টা করেন।

 

চেল নদীর পশ্চিম পাড়ে থাকা এই চা-বাগানে গত কয়েক বছর ধরে চিতাবাঘের উপদ্রব রয়েছে। বনকর্মীরা এর আগে খাঁচা পেতে চিতাবাঘ ধরেছে। তবুও চিতাবাঘের উপদ্রব কমেনি। মাঝে মধ্যে শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল, শুয়োর টেনে নিয়ে যাচ্ছিল। শ্রমিকরা আতঙ্কের পরিবেশের মধ্যেই কাজ করছিলেন। এদিন বাগানে এক সাথে তিনটি চিতাবাঘ দেখা এবং একটি চিতাবাঘের গাছের উপর চড়ে বসার দৃশ্য দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক জাঁকিয়ে বসেছে। 

 

দুপুর পর্যন্ত চিতাবাঘটিকে গাছের ডালেই থাকতে দেখা যায়। বনকর্মীরা জানান, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রয়োজন হলে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে উদ্ধার করা হবে।