অরিন্দম মুখার্জি: ডিভিসি জলধার থেকে জল ছাড়ার পর পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খন্ডে ভারী বৃষ্টির কারণে ডিভিসি থেকে জল ছাড়া হলে বন্যার কবলে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া অঞ্চলে ঘুরে দেখা গেছে, অনেক গ্রাম জলমগ্ন হয়ে গেছে এবং কিছু একতলা, দোতলা ও তিনতলা বাড়িতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁশকুড়া অঞ্চল পরিদর্শন করেন এবং জেলা পরিষদকে নির্দেশ দেন, রানিহারা, কয়া ও নাকরা গ্রামগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ ব্যবস্থা গ্রহণ করতে।
আজ ওই অঞ্চলে জেলা পরিষদ খাদ্য সরবরাহ করতে ট্রাকে করে খাবার নিয়ে এসেছিল। স্পিডবোর্ডের মাধ্যমে জেলা পরিষদের সদস্যরা খাদ্য নিয়ে জলমগ্ন অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছেন।
তবে, বৃষ্টির কারণে খাদ্য সরবরাহে অসুবিধা হচ্ছে, কারণ দুপুরের পর থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে। বিদ্যুতের অভাবে উদ্ধার কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে।
তবে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে জেলা পরিষদের সদস্যরা বিভিন্ন উপায়ে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য পৌঁছানোর চেষ্টা করছেন। তাঁরা আশাবাদী, জল নেমে গেলে দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন সাধারণ মানুষ।
