আজকাল ওয়েবডেস্ক: গলল বরফ। রাজনীতিতে থেকে যাচ্ছেন বলেই জানালেন দেব। সোমবার হুগলির আরামবাগে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে একথা জানালেন তিনি। এদিন আরামবাগে রাজ্য সরকারের একটি কর্মসূচিতে যান মমতা। হেলিকপ্টারে তিনি নিয়ে যান দেবকে। সেখানেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে একথাই জানালেন দেব।
তবে বরফ যে গলছে তার ইঙ্গিত পাওয়া গেছিল আগেই। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে এবং তারপর মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের পর এই ইঙ্গিত মিলেছিল দেবের তরফে। গত শনিবার এই সাক্ষাতের পর দেব জানিয়েছিলেন, তিনি ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়ছে না। আর সোমবার তিনি যে ফের ঘাটাল থেকেই আসন্ন লোকসভায় প্রার্থী হতে চলেছেন সেই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল।
এদিন "ভাই" দেব "দিদি" ও মুখ্যমন্ত্রী মমতার কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আবেদন করেন। তাঁর কথায়, ২০২৪ সালে তিনি জিতবেন কি জিতবেন না সেটা জানেন না। কিন্তু দিদির কাছে তাঁর অনুরোধ, কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্য সরকারই যেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। যাতে সাড়া দিয়ে মমতা বলেন, ভাইয়ের আবদার দিদি ফেরাতে পারে না। তাই দিল্লির ভরসায় না থেকে তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই মাস্টার প্ল্যান তৈরি করতে। রাজনীতিতে মমতার হাত ধরেই থেকে যাচ্ছেন বলে দেব জানান, তাঁর দেখা সেরা মুখ্যমন্ত্রী তাঁর দিদি মমতা ব্যানার্জি।
তবে বরফ যে গলছে তার ইঙ্গিত পাওয়া গেছিল আগেই। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে এবং তারপর মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের পর এই ইঙ্গিত মিলেছিল দেবের তরফে। গত শনিবার এই সাক্ষাতের পর দেব জানিয়েছিলেন, তিনি ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়ছে না। আর সোমবার তিনি যে ফের ঘাটাল থেকেই আসন্ন লোকসভায় প্রার্থী হতে চলেছেন সেই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল।
এদিন "ভাই" দেব "দিদি" ও মুখ্যমন্ত্রী মমতার কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আবেদন করেন। তাঁর কথায়, ২০২৪ সালে তিনি জিতবেন কি জিতবেন না সেটা জানেন না। কিন্তু দিদির কাছে তাঁর অনুরোধ, কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্য সরকারই যেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। যাতে সাড়া দিয়ে মমতা বলেন, ভাইয়ের আবদার দিদি ফেরাতে পারে না। তাই দিল্লির ভরসায় না থেকে তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এই মাস্টার প্ল্যান তৈরি করতে। রাজনীতিতে মমতার হাত ধরেই থেকে যাচ্ছেন বলে দেব জানান, তাঁর দেখা সেরা মুখ্যমন্ত্রী তাঁর দিদি মমতা ব্যানার্জি।
