আজকাল ওয়েবডেস্ক: পুতুলের জন্য কাপড় আনতে গিয়ে দর্জির লালসার শিকার হল সাত বছরের নাবালিকা। গ্রেপ্তার বছর ৫৭ বয়সী ওই দর্জি। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে পকসো আইনে মামলা। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খাওয়ার পর ঘরে বসে পুতুল খেলছিল ওই নাবালিকা। হঠাৎ তার মনে হয় পুতুলের জন্য একটা জামা বানানো দরকার। যায় পাড়ার 'দর্জি কাকুর' কাছে। অভিযোগ, কাপড় দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ভিতরে নিয়ে যায় সে। তারপর দোকানের শাটার নামিয়ে নির্যাতন চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ পর শাটার তুলে যখন দর্জি ওই শিশুটিকে বের করে দেয় তখন দেখা যায় শিশুটি অর্ধনগ্ন অবস্থায় কাঁদছে। তখনই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পরিবারকে। অভিযোগ করা হয় থানায়।
দোষীর ফাঁসির দাবি করেছেন ওই শিশুটির পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। সে আগে কখনো কোনো শিশুর প্রতি এই ধরনের আচরণ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
