আজকাল ওয়েবডেস্ক: নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক কনস্টেবল। নিহত শুভঙ্কর সাধুখাঁ (৪৪) রেলপুলিশে চাকরিরত ছিলেন। বৃহস্পতিবার শেষ হাওড়া-বর্ধমান লোকালে কর্তব্যরত ছিলেন তিনি। রাত সাড়ে বারোটা নাগাদ ট্রেন পালসিট স্টেশনের কাছে যখন পৌঁছয় তখন তিনি আত্মহত্যা করেন। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে মৃতের মা আরতি সাধুখাঁ এবং প্রতিবেশীরা জানিয়েছেন।
জানা গিয়েছে, ঘটনা ঘটার একটু আগে শুভঙ্করের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপরেই নিজেকে লক্ষ্য করে গুলি চালায় সে। প্রতিবেশীরা জানান, বছর দশেক আগে শুভঙ্করের বিয়ে হয়। তাঁর একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পর তাঁর মা"র সঙ্গে যেহেতু স্ত্রী"র অশান্তি হত সে কারণে শুভঙ্কর বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনা ঘটার একটু আগে শুভঙ্করের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপরেই নিজেকে লক্ষ্য করে গুলি চালায় সে। প্রতিবেশীরা জানান, বছর দশেক আগে শুভঙ্করের বিয়ে হয়। তাঁর একটি পুত্র সন্তানও আছে। বিয়ের পর তাঁর মা"র সঙ্গে যেহেতু স্ত্রী"র অশান্তি হত সে কারণে শুভঙ্কর বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
