আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিডনির অসুখে আক্রান্ত রোগীদেরকে আর ডায়ালিসিস করার জন্য বহরমপুর বা কলকাতায় ছুটতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে ডায়ালিসিস ইউনিটটির উদ্বোধন হয়েছে বুধবার থেকে, তা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল।
এদিন এই ইউনিটের কাজ শুরু হয় জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উপস্থিতিতে। ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়, মহকুমা শাসক একেম জে সিং-সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক।
জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কাশীনাথ পাঁজা জানান, 'আজ থেকে ডায়ালিসিস ইউনিটে ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। কিডনির অসুখে যে সমস্ত রোগীরা ভুগছেন তাঁদেরকে আর ডায়ালিসিস পরিষেবা নেওয়ার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বা কলকাতার সরকারি হাসপাতালগুলিতে যেতে হবে না। সরকারি খরচে জঙ্গিপুর হাসপাতালেই তাঁরা ডায়ালিসিস পরিষেবা পাবেন।'
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ডায়ালিসিস ইউনিটটিতে পাঁচটি শয্যা থাকছে। তার মধ্যে চারটি শয্যা সাধারণ রোগীদের জন্য চিহ্নিত। একটি শয্যা হেপাটাইটিস, এইচআইভি রোগীদের জন্য চিহ্নিত করা রয়েছে।
হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার সূচনা করে জাকির হোসেন বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেষ্টাতে জঙ্গিপুরের মতো প্রত্যন্ত এলাকায় এখন থেকে সরকারি খরচে কিডনির অসুখে আক্রান্ত মানুষরা ডায়ালিসিস পরিষেবা পাবেন। এই হাসপাতালে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর যেমন বিভিন্ন বিভাগে ডাক্তারের সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনি হাসপাতালে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন একাধিক যন্ত্রপাতি এসেছে। আমি হাসপাতালের কর্মীদেরকে অনুরোধ করব নতুন মেশিন এবং ডায়ালিসিসি ইউনিটের জন্য যে নতুন যন্ত্র বরাদ্দ হয়েছে তা ঠিক রাখার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। এর পাশাপাশি হাসপাতালে পুরনো যে সমস্ত দামি মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, সেগুলো যাতে ঠিক করা যায় সেই বিষয়ে আমি উদ্যোগী হব।'
