আজকাল ওয়েবডেস্ক: পায়রা চোর সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত পড়ুয়া কেতুগ্রামের বাসিন্দা। শনিবার মাসুন্দি গ্রামের কাছে মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার বাবার অভিযোগ, ছেলে যখন মাসুন্দি গ্রামে তার হারিয়ে যাওয়া পায়রা বন্ধুদের সঙ্গে ধরতে চেষ্টা করছিল তখন কয়েকজন তাদের আটকে মারধর করে। একজন পালিয়ে এসে খবর দিলে একজনকে ছাড়িয়ে আনা সম্ভব হলেও, ছেলেকে আর দেখতে পাওয়া যায়নি। রাতভর খোঁজার পর সকালবেলা খবর পান মাসুন্দি গ্রামের কাছেই মাঠে তাঁর ছেলের দেহ পড়ে আছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ছেলের দেহ কেতুগ্রামের ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের জন্য পুলিশ দেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, পড়ুয়াকে পিটিয়ে মারা হয়েছে। পুলিশ জানায়, তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে।
জানা গিয়েছে, খুব ছেলেবেলা থেকেই পায়রা পোষার শখ ছিল ওই ছাত্রের। পায়রা হারিয়ে যাওয়ার পর সেই পায়রা ধরতে ঘটনার দিন বন্ধুদের সঙ্গে মাছ ধরার জাল নিয়ে বেরিয়েছিল সে।
জানা গিয়েছে, খুব ছেলেবেলা থেকেই পায়রা পোষার শখ ছিল ওই ছাত্রের। পায়রা হারিয়ে যাওয়ার পর সেই পায়রা ধরতে ঘটনার দিন বন্ধুদের সঙ্গে মাছ ধরার জাল নিয়ে বেরিয়েছিল সে।
