মিল্টন সেন, হুগলি : জেলা থেকে উঠে আসুক সিভিল সার্ভিসে নতুন মুখ। তাই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার ২০২৪ ব্যাচের ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টারের উদ্বোধন হল হুগলি উইমেন্স কলেজে। শুক্রবার "সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার"-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসিস সেন, জেলার অতিরিক্ত জেলাশাসক, চার মহকুমা মহকুমাশাসক এবং হুগলি উইমেন্স কলেজের অধ্যাক্ষা সীমা ব্যানার্জি। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষানবীশদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। জেলাশাসক মুক্তা আর্য্য বলেন, আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮৫ জন। দিল্লির খান স্টাডি সেন্টারের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় পাশ করার পর উত্তীর্ণ পড়ুয়াদের পার্সোনালিটি টেস্ট হয়। একইসঙ্গে সিনিয়র আইএএস এবং আইপিএস আধিকারিকদের উপস্থিতিতে ইন্টারভিউয়ে জেলার পঞ্চাশ জন পড়ুয়া চূড়ান্ত হয়। এই স্টাডি সেন্টারে উত্তীর্ণ পঞ্চাশ জন পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হল। সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেওয়া হবে। ক্লাস নেবেন সিনিয়র আইএএস, আইপিএস আধিকারিকেরা।