অরিন্দম মুখার্জি: ফের চন্দন কাঠ চুরির ঘটনা পুরুলিয়ায়। এবার চন্দন কাঠ চুরির ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুরে রাঙ্গতি নিত্যানন্দ যোগাশ্রমে। জানা গিয়েছে, দুদিন আগে মধ্য রাতে তিনটে চন্দন গাছ কাটা হয়।
তার মধ্যে দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরাশিকারীরা। আর একটি চন্দন গাছ ফেলে রেখে যায় আশ্রমে। তাছাড়াও আরও একটি চন্দন গাছ অর্ধেক কেটে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে বলরামপুর থানায় খবর দেয় আশ্রম কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে পুলিশ। পরে লিখিত আকারে অভিযোগ জানানো হয় আশ্রম কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে ,এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিত করা যায়নি।
ছবি: অরিন্দম মুখার্জি
