আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শহর কলকাতা সহ একাধিক জেলায় শাসক দলের কাউন্সিলর, বিধায়কদের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনভর তল্লাশির পর বহু তথ্য, কাগজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর সূত্রের। তার মাঝেই শুক্রবার সকালে জানা গেল, কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে এবার মন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে। জানা গিয়েছে শুধু মলয় ঘটক নয়, তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক আকাউন্ট সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। সূত্রের খবর সিবিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বেসরকারি ব্যাঙ্কের কাছে এই তথ্য চাওয়া হয়েছে। জানানো হয়েছে ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সমস্ত নথি দিতে হবে ব্যাঙ্ককে। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বহুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায় রয়েছেন মলয় ঘটক। ইতিমধ্যে তাঁকে বেশ কয়েকবার তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার নজরে তাঁর ব্যাঙ্কের লেনদেন।
