আজকাল ওয়েবডেস্ক: রোজভ্যালি মামলায় নাম জড়াল ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পেশ করা ফাইনাল চার্জশিটে নাম রয়েছে দেবের। জানা গিয়েছে, রোজভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব।
সেই কথা স্বীকার করে অভিনেতা বলেন, তিনি সেখানে পারফর্ম করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ছাড়াও আরও অনেক তারকা ছিলেন সেই অনুষ্ঠানে। তবে এখনও পর্যন্ত এই মামলায় চার্জশিট পেশের পর দেবের কাছে কোনো নোটিশ আসেনি।
সেই কথা স্বীকার করে অভিনেতা বলেন, তিনি সেখানে পারফর্ম করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ছাড়াও আরও অনেক তারকা ছিলেন সেই অনুষ্ঠানে। তবে এখনও পর্যন্ত এই মামলায় চার্জশিট পেশের পর দেবের কাছে কোনো নোটিশ আসেনি।
