আজকাল ওয়েবডেস্ক :   বিএসএফের চেষ্টায় উদ্ধার করা হল ১ কেজি সোনা। দুটি সোনার বল দেহে পেস্ট করে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এর আনুমানিক মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, আইসিপি পেট্রাপোলে আসা যাত্রীদের রুটিন তল্লাশির সময় একজন যাত্রীর শরীরের নীচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি মেটাল ডিটেক্টর থেকে টের পান। অবিলম্বে, কর্তব্যরত কর্মীরা চেক আপের জন্য তাকে বাথরুমে নিয়ে যান।তল্লাশির সময়, তার কাছ থেকে নলাকার আকৃতির দুটি সোনার পেস্ট উদ্ধার করা হয়। পাচারকারীর নাম ফয়জল আলি খান মহম্মদ ফলিল। বয়স-৫৯ বছর। তামিলনাড়ুর বাসিন্দা সে। জিজ্ঞাসাবাদের পর পাচারকারি জানায়, সে মুম্বই থেকে মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন স্থানে কাপড় রপ্তানিকারক হিসেবে কাজ করে। ১৩ নভেম্বর, তিনি মালয়েশিয়া থেকে ঢাকা হয়ে ভারতে ফেরার সময় এক শ্রীলঙ্কান নাগরিকের সাথে দেখা করেন। যিনি তাকে এই কাজের জন্য ১০ হাজার টাকা অফার করে।কিন্তু বাংলাদেশ থেকে আইসিপি পেট্রাপোলের তল্লাশি পয়েন্টে পৌঁছালে বিএসএফের হাতে ধরা পড়ে সে। এ.কে.আর্য, ডিআইজি, জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বিএসএফ এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন,  চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। তবে বিএসএফ সর্বদাই সতর্ক রয়েছে।