আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আদালত অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। এরপর থেকেই অনুব্রতর অনুগামীরা একের পর এক নিজেদের খুশি প্রকাশ করছেন। এই প্রেক্ষাপটে শিব ঠাকুর মণ্ডল, দুবরাজপুরের বালিজুরির এলাকার একজন তৃণমূল কর্মী, বলেছেন যে তিনি খুশিও নন, আবার অখুশিও নন।

 

শিব ঠাকুর মণ্ডল কে? তিনি সেই তৃণমূল কর্মী যিনি একসময় দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছিলেন। সেই কারণে জেলা পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে পেশ করেছিল। তখনই গরু পাচার মামলায় আসানসোল জেলে বন্দী ছিলেন অনুব্রত। সেই সময়ে তাঁকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে রাখা হয় দুবরাজপুর থানায়। 

 

উল্লেখ্য, শিব ঠাকুর মণ্ডল বালিজুরি এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। যদিও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আনার পরও সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বালিজুরি পঞ্চায়েত এলাকায় প্রধান হয়েছেন শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। রাজনৈতিক মহলের মতে, অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ করে সাময়িক শান্তি দেওয়ার কারণেই শিব ঠাকুর মণ্ডল এই পদ লাভ করেছেন।

 

অনুব্রত মণ্ডলের জামিনের পর শিব ঠাকুর মণ্ডল মুখ খুলতে নারাজ। অনুব্রতর জামিন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি খুশিও নন, আবার অখুশিও নন। পাশাপাশি, তিনি আইনগত বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। যদিও অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কথা না বললেও, সুকন্যা মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, এই কাজটা ঠিক হয়নি; তিনি সুকন্যা মণ্ডলের গ্রেপ্তারি মন থেকে মেনে নিতে পারেননি। তবে, অনুব্রত মণ্ডলের জামিন হওয়ার পরের দিনই অনুব্রতর অনুগামী তৃণমূল নেতা ভোলা মিত্রের সাথে শিব ঠাকুর মণ্ডলকে বৈঠক করতে দেখা গেছে।